আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

শুক্কুর মাহমুদের কফিনে দিপুর ফুলেল শুভেচ্ছা

নিজস্ব সংবাদদাতা
জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ ডিআইট মসজিদের সামনে মরহুমের কফিন আনার পর শুভেচ্ছা জানান তিনি।

এসময় গভীর শোক প্রকাশ করে আনিসুর রহমান দিপু বলেন, শুক্কুর মাহমুদ একজন শ্রমিক বান্ধব নেতা ছিলেন। শ্রমিক রাজনীতির মাধ্যমে তিনি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। যার কারণে তার ব্যপক জনপ্রিয়তা ছিলো। আমরা সকলেই মরহুমের আত্নার মাগফেরাত কামনা করি।

মরহুম শুক্কুর মাহমুদ

উল্লেখ্য, সোমবার মধ্যরাতে হৃদরোগে আক্রন্ত হয়ে নিজ বাসভবনে মৃতুবরণ করেন শুক্কুর মাহমুদ। মঙ্গলবার বাদ যোহর মরহুমের প্রথম জানাযা নামাজ আদায় করা হয় শহরের ডিআইটি জামে মসজিদে। এরপর দ্বিতীয় নামাজ বাদ আসর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়েরর সামনে এবং বাদ এশা তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ বন্দরের কদম রসূল দরগায়।

এসএমআর/এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ