আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষা উপমন্ত্রী নওফেল গার্লস স্কুলের ছাত্র

সংবাদচর্চা রিপোর্ট:

নিয়ম আছে গার্লস স্কুলে ছেলেরা ভর্তি হতে পারবে না। কিন্তু বর্তমান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ক্ষেত্রে উল্টো চিত্র। তিনি ছেলে হয়েও গালর্স স্কুলে পড়ালেখা করেছেন। বৃহস্পতিবার সকালে নাায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

নওফেল বলেন, আমি আমার বোনের সাথে গার্লস স্কুলে পড়েছি। সেখানে সে নিয়ম ছিলো।  এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আমার বিদ্যালয়ের নাম ছিলো বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়। অনেকে আমাকে প্রশ্ন করেছে আমি গার্লস স্কুলে কেনো পড়েছি। যারা এটা নিয়ে লজ্জা করবে তারা আমাদের মেয়েদের পিছিয়ে দেয়ার চেষ্টা করবে  তাদের মধ্যে মানসিকতার সমস্যা আছে।