আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লতিফ বাওয়ানী জুট মিলে সোনালি ব্যাগ প্ল্যান্ট পরিদর্শন করলেন বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

পাট শিল্পের হারানো গৌরব ফিরে আনতে পাট কল পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন নবনিযুক্ত বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

আজ রাজধানীর ডেমরাতে অবস্থিত লতিফ বাওয়ানী জুট মিলে সোনালি ব্যাগ তৈরীর পাইলট প্ল্যান্ট পরিদর্শন করেছেন তিনি। মন্ত্রী কারখানার চার পাশ ঘুরে দেখেছেন। সোনালী ব্যাগ তৈরী প্রকল্পের কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান শাহ মো: নাসিম, সোনালি ব্যাগের উদ্ভোবক ও বিজেএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা মোবারক হোসেন ।

নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিকল্প হিসেবে পচনশীল পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ তৈরী প্রকল্পের উদ্বোধন করা হয় ১২ মে ২০১৭ সালে। বর্তমানে বিজিএমসির উদ্যোগে একটি ম্যানুয়েল পাইলট প্ল্যান্ট দিয়ে সোনালি ব্যাগ তৈরী করা হচ্ছে। জানা গেছে এ প্রকল্পের কিছু মেশিন বাংলাদেশে নেই যা ইতোমধ্যে সরকার বিদেশ থেকে ক্রয়ের উদ্যোগ নিয়েছে।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে বাণিজ্যিক ভাবে সোনালি ব্যাগ উ’পাদন শুরু হবে। বহি:বিশ্বে পাট জাত পণ্যের বাজার সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে। বঙ্গবন্ধুর কন্যার নির্দেশে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) ২৩৫ দরনের পাটপণ্যের স্থায়ী প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র চালু হয়েছে। পাটপণ্যের উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বাড়ানোর লক্ষ্যে চারকোল, ভিসকস, পাটপাতার পানীয়সহ নতুন নতুন বহুমুখী পণ্য উৎপাদনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্বে বাংলাদেশ কে ব্যান্ডিং করবে পাট থেকে উ’পাদিত সোনালি ব্যাগ। বেকার সমস্যা দূর হবে। দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।