আজ শুক্রবার, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশ নিহত

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় এক গোয়েন্দা পুলিশের সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার ভুলতা গাউছিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য ফজলুল হক (৩৮) মালিবাগে এসবি পুলিশের সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, মোটরবাইক চালনো অবস্থায় তাকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পরে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়াত চালককে আটক করা সম্ভব হয়নি। পুলিশ নিহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।