অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সাথে হাসপাতালে সাক্ষাত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এড .তৈমূর আলম খন্দকার। সোমবার (২৪ ফেব্রুয়ারি ) সকালে রাজধানীর বাসাবো হাসপাতালে সাক্ষাত করেন তিনি । এসময় তৈমূর আলম খন্দকার রিজভী আহমেদের স্বাস্থ্যের খোজ খবর নেন। তারা পরস্পর কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপন।
প্রসঙ্গত, শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মিরপুর ৬ নম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় রুহুল কবির রিজভীসহ আট থেকে দশজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে পুলিশ। সেই থেকে অসুস্থ রয়েছেন রুহুল কবির রিজভী।