নিজস্ব প্রতিবেদক
আদালত পাড়ায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহসীন ও মাহবুব প্যানেলের প্রার্থীদের নিয়ে প্রচারণা আওয়ামী পন্থী আইনজীবীরা।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে আদালত পাড়ার বিভিন্ন স্থানে গিয়ে আইনজীবীদের কাছে ভোট প্রার্থনা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত মহিলা এমপি এডভোকেট হোসনে আরা বাবলী, সিনিয়র আইনজীবী মাসুদ উর রউফ, পিপি ওয়াজেদ আলী খোকন, বারের সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, এড. সেলিমা বেগম, এডভোকেট নূরজাহান প্রমুখ।
আরকেএন/এসএএইচ