আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুড়াপাড়ায় “সুন্দর জীবন ক্লাবের” পক্ষ লিফলেট বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে রূপগঞ্জে  “সুন্দর জীবন ক্লাবের” পক্ষ থেকে জনসচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মুড়াপাড়ায় চালক পথচারীদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য (৭,৮,৯ নং ওয়ার্ড ) রেহেনা আক্তার সংগঠনটির সভাপতি শাহান আফরোজ নাফিজ , সাংগঠনিক সম্পাদক রিফাত ,হিসাব রক্ষক ফুজায়েল , সাংস্কৃতিক সম্পাদক সজিব মিয়া, ক্রিয়া সম্পাদক ইমন ,প্রচার সম্পাদক আলভি , ধর্ম বিষয় সম্পাদক রোদ্র,YouTube Editor জিহাদ সহ অনেকে।

সভায় করোনা ভাইরাস সংক্রামক ব্যাধি থেকে নিজেকে সচেতন এবং আশে পাশের মানুষকে সচেতন  হওয়ার আহবান জানান সংগঠনটির নেতাবৃন্দ।