আজ শুক্রবার, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মামলার রেকর্ড ভাঙলো আড়াইহাজার থানা

আড়াইহাজার প্রতিনিধি

আড়াইহাজার উপজেলা ২ টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। শিল্পকারখানা ও কৃষিনির্ভর এই এলাকার মানুষের জীবন-যাপন। রাজনৈতিকভাবে এখানে নেই কোনো হানাহানি। এক সময় থানায় মাসে গড়ে ৬০ থেকে ৭০টি মামলা রুজু হতো। চুরি, ডাকাতিসহ জমিজমা নিয়ে হানাহানির ঘটনা ছিল অনেকটা নিত্যদিনের ঘটনা। নজরুল ইসলাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদানের পর ক্রমেই আইনশৃঙ্খলা উন্নয়ন হতে থাকে। এরই ফলোশ্রুতিতে কমতে থাকে মামলার সংখ্যও। তিনি ২০১৯ সালের ২১ মে থানায় যোগদান করেন। এর আগে তিনি নারায়ণগঞ্জের একটি থানায় ওসি তদন্তের দায়িত্ব পালন করেন। আড়াইহাজার থানায় তার যোগদানের পর থেকে এ পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনাই ঘটেনি। সাধারণ মানুষ ভালো সেবা পাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আড়াইহাজার থানায় গত ২০ বছরের রেকর্ড ভেঙেছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি। গেলো মাসে বিভিন্ন অপরাধে মাত্র ২৪টি মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি, হত্যা ১টি, দ্রুতবিচার আইনে ১টি ও অন্যান্য ৬টি মামলা রুজু হয়েছে। জানুয়ারি থেকে ফিব্রুয়ারি ছিল গ্রেপ্তারি পরোয়ানা জারির সর্বোচ্চ রেকর্ড। বেশ কয়েকজন সাজাপ্রাপ্ত আসামিও গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে স্থানীয় কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী এলাকা থেকে স্ত্রী হত্যার ৩২ বছর পর যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ২০ বছরের মধ্যে ফেব্রুয়ারি মাসে ছিল সবচেয়ে কম মামলা। যেখানে প্রতি মাসে গড়ে ৫৮ থেকে ৬০ টি মামলা রুজু হতো। এখন তা কমে এসেছে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা উন্নয়নের স্বার্থে ১৫ দিন পর পর সকল অফিসারদের নিয়ে আমি সভা করছি। অফিসারদের কাজের ফলোআপ মূল্যায়ন করা হচ্ছে। এতে করে প্রতিটি অফিসারই তাদের দায়িত্ব সঠিকভাবে করছেন।

ওসি (তদন্ত) আমীর হোসেন বলেন, ভুক্তভোগীদের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমরা মামলার তদন্তকাজ সম্পূর্ণ করে যাচ্ছি।

স্পন্সরেড আর্টিকেলঃ