আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভিক্টোরিয়া হাসপাতালে রোগী প্রবেশে বাধা!

সংবাদচর্চা রিপোর্টঃ

করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জ শহরের সরকারি ১০০ শয্যা ভিক্টোরিয়া হাসপাতালে তাপমাত্রা বিবেচনায় রোগী প্রবেশে বাধা দিচ্ছে কর্তৃপক্ষ।

বুধবার ১৩ মে সকাল ১১টায় দেখা যায় হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের প্রবেশকালে তাদের তাপমাত্রা দেখে প্রবেশ করতে দিচ্ছে।যেসকল রোগীদের তাপমাত্রা অস্বাভাবিক তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা। যাদের তাপমাত্রা স্বাভাবিক তাদের প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এরফলে অনেক রোগীরা চিকিৎসা নিতে এসে ভোগান্তির শিকাত্র হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মাসদাইরের রুজিনা বেগম (৩৬) সংবাচর্চাকে জানান, আমার মেয়ের  চিকিৎসার জন্য এসেছিলাম। হাসপাতালের ভিতরে প্রবেশে কঠোর নিয়ম পালন করছে যাতে করোনা রোগীর সংস্পর্শে কেউ না আসে। কিন্তু এতে করে আমাদের এই রোজার মাসে ভোগান্তি পোহাতে হচ্ছে।