আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁধা বিপত্তি থাকা সত্বেও নির্বাচনে অংশগ্রহন করবো-শাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত। বুধবার দুপুর ২টায় নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান গণমাধ্যম কর্মীদের বলেন, আগামী ২৪ জানুয়ারী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে যে কমিশন গঠন করা হয়েছে তা একতরফাভাবে। তারা নির্বাচনের যে সিডিউল তৈরি করেছে তা সম্পূর্ণ স্বৈরাচারী। গত সোমবার নির্বাচক কমিশন নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ সময় সীমা আগামী ১১ জানুয়ারী (শুক্রবার) নির্ধারন করেছে যা স্বড়যন্ত্র মূলক। শত বাঁধা বিপত্তি থাকা সত্বেও আমরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচনে অংশগ্রহন করার সিদ্ধান্ত নিয়েছি।

এসময় আরো উপস্থিত ছিলেন, এড. সরকার হুমায়ুন কবীর, এড. সামসুজ্জামান ভাষানী, এড. বারী ভূইয়া, এড. হাফিজ মোল্লা, এড. নবী হোসেন, এড. শরিফুল ইসলাম শিপলু, এড. আনোয়ার প্রধান, এড. ওমর ফারুক নয়ন, এড. শারমিন আক্তার, এড. আমেনা প্রধান শিল্পি প্রমুখ।