আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে: অতিরিক্ত সচিব

প্রশাসন মাদকের

প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে: অতিরিক্ত সচিবপ্রশাসন মাদকের

নিজস্ব প্রতিবেদক: 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ্ মোঃ ইমদাদুল হক বলেছেন, মাদকের সাথে কোন আপোষ নয়। প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স হিসাবে কাজ করছে তাই সকলকে মাদক বিরোধী সচেতনতার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ সম্মুখের মাঠে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার ও নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

তাই সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং এলাকায় মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে রুখে দাড়ান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুর রহমান বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র তাই নেশা ছেড়ে কলম ধরতে হবে এবং মাদকমুক্ত সমাজ গড়তে হবে।

তিনি আরও বলেন শিক্ষাঙ্গনকে সন্ত্রাস ও মাদকমুক্ত রেখে ছাত্র-শিক্ষক সকলকেই সচেতনতা বৃদ্ধি করতে হবে। নারায়নগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়নন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক বলেন, সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের মাদকের সয়লাভ ঘটেছে। যার ফলে মাদকসেবীদের সংখ্যাও দিনকে দিন বেড়েই চলেছে।

পারিবারিক সচেতনায় মাদক থেকে দূরে থাকতে হবে এবং জীবনকে ভালোবাসতে হবে। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আয়েত আলী, মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওঃ হাবিবুর রহমান জিহাদী, আনোয়ার হোসেন মাস্টার, মোঃ জাকির হোসেন, রেজাউল করিম কুদরত ও ইন্সপেক্টর তমিজ উদ্দিন মৃধা। পরিশেষে মাদকাসক্ত থেকে সুষ্ঠ ও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এমন এক যুবক মহিবুর রহমান রাজু উক্ত মাদক বিরোধী সমাবেশে হৃদয় বিদারক বক্তব্য রাখেন।

স্পন্সরেড আর্টিকেলঃ