আজ শুক্রবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতিদ্বন্দ্বীরা ভয় থেকে নৌকার ক্যাম্প পোড়াচ্ছে : গাজী

‘যত বেশি চাপ আসছে ভোটাররা তত বেশি উৎসাহিত হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ—১ আসনে নৌকার প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। তিনি বলেন, ‘আমার পক্ষে নৌকার গণজোয়ার দেখে তারা ভয় পেয়েছে। বিএনপির লোকেরা নির্বাচন বন্ধ করার জন্য নৌকার ক্যাম্প পুড়াতে পারে। কে করতে পারে তা নিশ্চিত নই। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এই সম্ভাবনা বেশি, কারণ বিএনপি ভয় পেয়ে মাঠে নেই। তারা দূরে আছে। যেহেতু আমাদের নৌকার ক্যাম্প পুড়িয়েছে, সে হিসেবে আমরা ধরে নিতে পারি প্রতিপক্ষের লোকেরা এটা করেছে।’

সোমবার দাউদপুর ইউনিয়নের আতলাশপুর পূর্ব বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

জানা গেছে, সোমবার ভোরে উপজেলার দাউদপুর ইউনিয়নের তীরমারা জিন্দা লতিফ মার্কেটের সামনে নৌকার একটি অস্থায়ী নির্বাচনি ক্যাম্পে অগ্নি সংযোগ, হামলা এবং ভাংচুর সহ লুটপাট চালায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। অন্যদিকে, গত ২৯ ডিসেম্বর উপজেলার নাওড়া এলাকাতেও নৌকার ক্যাম্প পুড়িয়ে দেয়া হয়। ওই ঘটনায় কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহানের সমর্থক সন্ত্রাসী মোশারফসহ ১২ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

এদিকে, দাউদপুরের অগ্নি সংযোগের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, ‘এ ঘটনার নেপথ্যেও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়ার নিয়োজিত লোকজন জড়িত রয়েছে।’
এদিকে, নৌকার দুই ক্যাম্পে অগ্নি সংযোগের মাধ্যমে প্রতিপক্ষের লোকেরা নির্বাচন প্রতিহত করতে চায় বলে মন্তব্য করে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাংবাদিকদের বলেন, প্রতিপক্ষের দুষ্ট লোকেরা নির্বাচনকে প্রতিহত করতে চায়। তারা ভোটার সংকটে ভুগছে। তাই ভোটের মাঠে অরাজকতা সৃষ্টি করছে।’

মন্ত্রী বলেন, ‘হাজার টাকা, ৫শ টাকা দিয়ে ভোট কিনলে ভোটের পর জনগণের বাড়ি—ঘর যে থাকবেনা সেটা তারা ভালো করে জানে। তাছাড়া জনগণ ভূমিদস্যুদের হাতে এ দেশকে তুলে দিবে না।’

সরেজমিনে দেখা গেছে, সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং উঠান বৈঠক করেন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এসময় তার পাশে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের ঢল দেখা যায়।

স্পন্সরেড আর্টিকেলঃ