টি.আই.আরিফ
রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান। তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ১৮ হাজার ৬শত ৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু হোসেন ভুইয়া রানু আনারস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ২ শত ৫৪ ভোট। ভোট গ্রহণ সকাল ৮ টায় শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। আলহাজ্ব হাবিবুর রহমানকে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা। দলীয় নেতাকর্মীদেরকে দোয়াত কলম মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মীরাও দোয়াত কলমের পক্ষে কাজ করেন। ১৪২ টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৬শত ৭ টি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে পুলিশ,র্যাব,আনসার ছিলো। নির্বাহী ম্যাজিস্ট্রেট টহল দিয়েছে। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ফেরদৌসী আক্তার রিয়া। রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে ৩ জন বিজয়ী হয়েছেন তারা নতুন মুখ। তারা সবাই গাজী পরিবার সমর্থিত । বিজয়ীরা বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।