আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঞ্চন পৌরসভার তফসিল ঘোষণা

টি.আই.আরিফ
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৩০ মে বৃহস্পতিবার কাঞ্চন পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন,মনোনয়নপত্র বাছাই ২ জুন, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৩ জুন, আপিল নিষ্পত্তি ৬ জুন ,প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুন, প্রতীক বরাদ্দ ১০ জুন, ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ ২৬ জুন । ভোট গ্রহণের সময় সকাল ৮ হতে বিকাল ৪ টা পর্যন্ত। এবার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকছে না। ক্ষমতাসীন দল প্রার্থী উন্মুক্ত করে দিয়েছে। বিএনপি এই নির্বাচনে অংশ গ্রহণ করবে কিনা তা জানা যায়নি। এই কাঞ্চন এক সময় বিএনপির দূর্গ ছিলো। এখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরীর বাড়ি। তার অনুসারিদের এখন মাঠে দেখা যাচ্ছে না। শুধু ক্ষমতাসীন দলের প্রার্থীরা নির্বাচনি মাঠে রয়েছে। তারা স্বতন্ত্র হয়ে লড়বেন। মেয়র পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান মেয়র রফিকুল ইসলাম, সাবেক মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি। এবার গাজী পরিবারের সমর্থন পাচ্ছেন না বর্তমান মেয়র রফিক। গত সংসদ নির্বাচনে তিনি নৌকার বিরুদ্ধে গিয়ে কেটলীর নির্বাচন করেছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ