সংবাদচর্চা রিপোর্ট:
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন আরো ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৮৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট মৃত্যুবরণ করেছে ৪২ জন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। আইইডিসিআর সূত্রে সন্ধ্যা পর্যন্ত এই আক্রান্তের সংখ্যা ছিল ৯২৩ জন।
এদিকে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। গত তিন যাবত নারায়ণগঞ্জের কোনো করোনা রোগী মৃত্যুবরণ করেনি।