আজ সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯

দেশে নতুন করে আরও ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৩৪ জন।

রোববার এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, আমরা আরও ৪ জনকে হারিয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন মহিলা। এদের মধ্যে ২ জনের বয়স ৩০-৪০ বছর। একজনের বয়স ৬০ বছরের মধ্যে। আরেকজনের বয়স ৭০-৮০ বছরের মধ্যে।

দেশে এখন মোট ৬২১ জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানান আইডিসিআর পরিচালক। তিনি দেশবাসীকে ঘরে থাকার অনুরোধ করেন। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

করোনা আক্রান্তদের মধ্যে আরও ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের মধ্যে একজন চিকিৎসক আছেন যিনি ঢাকায় এক করোনা রোগীকে চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন।

নতুন করে লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও ঝালকাঠিতে করোনাভাইরাসে সংক্রমিত রোগী পাওয়া গেছে জানিয়ে ডা. ফ্লোরা বলেন, দেখা গেছে এসব এলাকায় যারাই সংক্রমিত হয়েছেন তারা সবাই ঢাকা অথবা নারায়ণগঞ্জ থেকে এসব এলাকায় গিয়েছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ