নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের দায়িত্ব পালনের ৩ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেয় নারায়ণগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলি, জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মনোয়ার হোসেন, সদস্য মাহমুদা মালা, মোস্তাফিজুর রহমান, শীলা পাল, কামরুল ইসলাম তুহিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজু ভূইয়া, আবদুল কাদির, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, শীতলক্ষা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফ আলম দিপু, ডান্ডিবার্তার প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান বাদল, যুগের চিন্তার প্রকাশক ও সম্পাদক মোরসালিন বাবলা, দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মুন্না খান, মানবজমিনের নিজস্ব প্রতিবেদক বিল্লাল হোসেন রবিন প্রমূখ। পরে উপস্থিত অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।