আজ মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গভীর রাতে ইসদাইরে ঘুমের ঘরে আগুন

ফতুল্লার ইসদাইর বাজারে ভয়াবহ আগুন লেগেছে। এতে অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে এরইমধ্যে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ করেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকান্ডে আহত কিংবা নিহতের অভিযোগ পাওয়া যায়নি। তাৎক্ষনিক আগুনের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তবে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট কিংবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর আগুনের সূত্রপাতের সঠিক তথ্য ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।’

যে সকল ঘরে আগুন লেগেছে  তাদের অনেকেই ঘুমিয়েছিলেন। অন্য সবার ডাক চিৎকারে তারা ঘুম থেকে জেগে উঠে ঘর থেকে বেড়ি এসেছেন বলে স্থানীয় সুত্রে জানা গেছে।