আজ শুক্রবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঞ্চনে অবৈধ নৌকা-ট্রলার পরিচালনায় জরিমানা

সংবাদ বিজ্ঞপ্তি:

রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় অবৈধভাবে বাংলাদেশ নৌ আইন অমান্য করে নৌকা/ ট্রলার পরিচালনার দায়ে ২৩ জনকে সর্বমোট ৯ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ।

গত ৩ জুন দুপুর ১২ টা হতে ৫ টা পর্যন্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ ব্যাটালিয়ন সদর, এর একটি আভিযানিক দল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নৌ পরিবহন অধিদপ্তর (ঢাকা) এর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন মোঃ রাজ মিয়া (৩২), হরমুজ সরকার (৪০) মোঃ আউয়াল মিয়া (৩২), রফিকুল ইসলাম (৩২), শিকুল ইসলাম (৩৬), ৬। মোঃ আরমান আলী (৩৭), মোঃ সূর্য (৩২), মোঃ নাননা মিয়া (৩২), সান্ত মিয়া (৩২), কামাল (৩২), সোহেল মিয়াা (২৯), মোঃ ইউনুস (৩৫), সাবিবর (৩৩), লিয়াকত ফকির (৩৩), মঞ্জুরুল আলম (২৮), আমির হোসনে ভূইয়া (৩২) , মোঃ শরিফুর (৩৯), বাবু মিয়া (৩২) , তৌহিদ (৩০) , বিল্লাল (৩৫) , ইসমাইল সাধু (২৯) , মিজানুর রহমান (৩৯) , বাদল মিয়া (২৯)। এরা সবাই নৌকা/ ট্রলারের মালিক। তাদের প্রত্যেকের জেলা নারায়নগঞ্জ।

শুক্রবার ৪ জুন র‌্যাব-১১ এর এএসপি ( সিপিএসসি, আদমজীনগর) মোঃ সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ