আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা প্রতিরোধে থেমে নেই র‌্যাব

সংবাদচর্চা রিপোর্ট:

করোনা ভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জে র‌্যাব -১১ এর কার্যক্রম থেমে নেই। জনগণকে সচেতন করতে র‌্যাব সদস্যরা নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। এবার নারায়ণগঞ্জ শহরের  কাঁচাবাজারগুলোতে একমুখী রাস্তা চালুর উদ্যোগ নিয়েছে র‍্যাব । শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে শহরের দিগুবাবুর বাজারে একমুখী রাস্তা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো নারায়ণগঞ্জে এভাবে একমুখী রাস্তা চালু করা হবে বলে জানায় র‍্যাব। এই সময় র‍্যাব সদস্যরা দোকানের সামনে সামাজিক দূরত্ব মেনে চলতে বৃত্ত এঁকে দেন। এসময় উপস্থিত ছিলেন, র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনসহ র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানান, শহরের দিগুবাবুর বাজারে একমুখী রাস্তা চালু করা হয়েছে ৷ অন্য বাজারগুলোতেও এই কার্যক্রম চলবে৷ র‌্যাবের এ উদ্যোগকে স্বাগতম জানিয়েছে শহরবাসী। এর আগে নারায়ণগঞ্জ শহরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মহড়া চালিয়েছে র‌্যাব-১১।  এসময় হকার এবং বিভিন্ন ভাসমান দোকানগুলোকে অনির্দিষ্টকালের জন্য বসতে নিষেধ করেছে আলেপ উদ্দিন। এছাড়া দেশের বর্তমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে জনবহুল স্থানগুলোতে আসতে বারন করেন তিনি।  চাষাঢ়া এলাকায় সড়ক সড়কে জীবানুনাশক ওষুধ ছিটিয়ে পরিচ্ছন্ন করেছে র‌্যাব ।  বিপাকে পড়া খেটে খাওয়া কর্মহীন ও দুস্থদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে তারা । খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবণ  সাবান। বুধবার (৮ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের পুল এলাকার কাঙ্গালী বস্তি, আজিবপুর রেললাইন বস্তি, রসুলবাগ এলাকায়  ৬০০ পরিবারের মাঝে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা খাদ্য সামগ্রী পৌঁছে দেয় ।