আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিটি প্রত্যাখান করে ছাত্রদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক কর্তৃক ঘোষিত ৬টি ইউনিট কমিটি প্রত্যাখান করে মিছিল করেছেন বিরোধী গ্রুপের নেতাকর্মীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ ও সাধারণ সম্পাদক বাবুর গলায় জুতার মালা সংবলিত ছবিযুক্ত ব্যানার নিয়ে এ ঝাড়– মিছিল করে তারা।

মিছিলকারীরা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ করে এবং এ সকল কমিটি বিরোধী ও সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

বাণিজ্যের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে এমন অভিযোগ করে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, বাণিজ্যিকভাবে আর্থিক সুবিধা নিয়ে মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ ও সাধারণ সম্পাদক বাবু গত কাল ছাত্রদলের যে ৬ টি ইউনিট কমিটি ঘোষণা করেছে যার সবগুলোই অবৈধ।

বক্তারা বলেন, অনেকেই মুখে মুখে শুধু জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক বলে কথা বলি, মিছিল মিটিং করি, কিন্তু প্রকৃতপক্ষে বাণিজ্যিকভাবে সুবিধা নিয়ে কমিটি গঠন করে। অছাত্র, গার্মেন্টসকর্মী, মাদক ব্যবসায়ী দিয়ে কমিটি গঠন করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। তারা বলেন, একজন গার্মেন্টস কর্মীকে নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্র দলের সভাপতি করা হয়েছে। একজন মাদক ব্যবসায়ীকে সিদ্ধিরগঞ্জ থানার সহ সচিব করা হয়েছে। অবিলম্বে এসব অবৈধ কমিটি বিলুপ্ত করা হউক না হলে আমাদের এ আন্দোলন ধারাবাহিক ভাবে চলবে বলেও হুশিয়ারী দেন।

ঝাড়ু মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হামিদুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রনি, সাহিত্যে ও প্রকাশনা সম্পাদক নাজমুল হাসান রাব্বী, মাহবুবুর রহমান, আব্দুল্লা আল জিহাদ প্রমূখ।