আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু

মোরশেদ মুকুল: জাতীয় সংসদ নির্বাচনের জন্য উৎসব মুখর পরিবেশে চলছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে দলটি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্রের ফরম বিক্রি শুরু হয়।

গত বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় ও আশপাশের এলাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের আনাগোনা ও অবস্থান বাড়তে থাকে। শুক্রবার সকাল থেকে হাজার হাজার নেতা কর্মীদের সেই অবস্থান উৎসবে রুপ নেয়। তবে মনোনয়ণ প্রত্যাশি মাত্র দু’জন ব্যক্তিকে সাথে নিয়ে কার্যালয় অভ্যান্তরে প্রবেশের অনুমতি পাচ্ছেন।

সকাল ১০টার পর থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হলে দলের নেতাদের নামে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।  পূর্বে ২৫ হাজার টাকা থাকলেও এবারের মনোনয়নপত্রের দাম ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ