আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তাল ধলেশ্বরী

সংবাদচর্চা রিপোর্ট:

শুকনো মৌসুমে ধলেশ্বরী নদী প্রাণহীন থাকে। বর্ষা মৌসুমে সেই ধলেশ্বরী যেনো তার পূর্ন যৌবন ফিরে পায়। এখন মৃদু বাতাসেই উত্তাল ঢেউ বইছে নদীতে। কিছুটা ঝুঁকি নিয়েই নদী পারাপার হচ্ছেন যাত্রিরা।

আজগর আলী নামের এক যাত্রী জানান, আগের মতো ধলেশ্বরীতে তেমন পানি নেই, স্রোতও কম। আষাঢ়-শ্রাবণ মাসে ভরা থাকলেও শুকনো মৌসুমে পানি অনেকটাই কমে যায়। একদিকে বুড়িগঙ্গা, অন্যদিকে তুরাগ নদী মরে যাওয়ার প্রভাব পড়েছিলো ধলেশ্বরীতে। কিন্তু এবার দেখছি ভিন্ন চিত্র। বিগত ৪/৫ বছরেও এমন উত্তাল হতে দেখিনি নদীকে, আজ যেমন হয়েছে।

আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর এলাকা থেকে শহরমুখি পারাপারের অপেক্ষায় থাকা এক যাত্রী জানান, কর্মস্থলে যাবার সুবাদে প্রতিদিন এই নদী পার হতে হয়। নদীতে ঢেউ থাকলেও এ ঘাটের মাঝিরা দক্ষ হওয়ায় তেমন কোন সমস্যা হয় না। তবে নদীর এমন পূর্ন যৌবন দেখে ভালো লাগছে। আশা করি নদী তার পূর্ণ যৌবন স্থায়ী হয়ে থাকবে।

বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। যার কারনে এ নদীতে ঢাকা গামী চলাচলরত লঞ্চের সংখ্যা তেমন চোখে পড়েনি।

স্পন্সরেড আর্টিকেলঃ