রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগে সভাপতি ও তারাব পৌর মেয়র হাছিনা গাজী বলেছেন, আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় দেশে শিক্ষার হার বাড়ছে। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীদের লেখা পড়াবাদ যাচ্ছে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিয়েছে , উপবৃত্তি দিচ্ছে । যা অতীতে কোনো সরকার দেয় নাই।
মঙ্গলবার রূপসী নিউমডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন , শিক্ষার্থীদের বিদায় বলতে কোনো কিছু নেই। আছে তাদের জীবনের রূপান্তর। নিম্ন শিক্ষা থেকে উচ্চ শিক্ষা এবং উচ্চ শিক্ষা গ্রহণ করে ছাত্র ছাত্রীরা দেশ ও জাতির সেবা করবে এটাই নিয়ম।
তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশে বলেন, তোমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে। তোমরাই আগামী দিনে বঙ্গবন্ধুর বাংলাদেশে নেতৃত্ব দেবে। কেউ সময় নষ্ট করবে না। যা পড়েছো তাই লিখবে। যা বুজতে পারবে না, তা শিক্ষকদের কাছ থেকে জেনে নেবে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌছাবে। নাম রোল লিখতে কোনক্রমেই ভুল করবে না।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে হাসিনা গাজী বলেন , একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা মাদক ও জঙ্গিবাদে যাতে জড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুর রহমান, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মেজবাউল হাসান মোকারম ও দেওয়ান মোহাম্মদ, রূপসী নিউ মডেল কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন সিকদার প্রমুখ।
এদিকে হাজী আয়েত আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ে অনুরুপ অনুষ্ঠানে যোগ দিয়েছেন হাছিনা গাজী। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য মঞ্জুরুল হক ভুঁইয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সাউদসহ অনেকে।
পরে বিদায়ী ছাত্রছাত্রীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়তে পারেন