আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ছাত্রদলের খাদ্য বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আড়াইহাজারে করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া অসহায়-কর্মহীন-শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা ছাত্রদল। মঙ্গলবার সকালে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় আড়াইহাজার উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  খাদ্য সামগ্রী বিতরণে তদারকি করছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,আলু। ছাত্রদল নেতৃবৃন্দ সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছেন।

প্রসঙ্গত করোনা আতঙ্কে কাপছে সারা বিশ্ব। বাংলাদেশে সরকারী-বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জে করোনার প্রভাব পড়েছে। জেলার ৩ জন্য ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। তার মধ্যে ২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। ১ জন চিকিৎসাধীন রয়েছে।