আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আনন্দ টিভি‘র সাংবাদিক সূবর্ণা নদী হত্যার প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা

আনন্দ টিভি‘র সাংবাদিক সূবর্ণা নদী

আনন্দ টিভি‘র সাংবাদিক সূবর্ণা নদী

সংবাদচর্চা রিপোর্ট:

বেসরকারী টেলিভিশন আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সূবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও খুনিদের অবিলম্ভে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট  লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মকবুল হোসেন, সাধারন সম্পাদক খলিল সিকদার, এশিয়ান টিভির রূপগঞ্জ প্রতিনিধি জিএম শহীদ, কালের কন্ঠের এসএম শাহাদাত, চ্যানেল জিটিভির সাংবাদিক আশিকুর রহমান হান্নান, নিউজ২৪ টিভির জাহাঙ্গির আলম হানিফ, মানবকন্ঠের সাইফুল ইসলাম, আনন্দ টিভি ও দৈনিক খোলাকাগজ রূপগঞ্জ প্রতিনিধি মাহবুব আলম প্রিয়, এশিয়ান টিভির ডেমরা প্রতিনিধি শহিদুল্লাহ গাজী, বাংলা টিভির সোহেল কিরন, বিজয় টিভি‘র সাংবাদিক শরীফ হোসেন লিটন প্রমূখ।

এ সময় রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম বলেন, সারা দেশেই সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। অতীতে খুন হওয়া সাংবাদিকদের বিচার না হওয়াতে ক্রমেই এ চিত্র বাড়ছে। পাবনার সাংবাদিক সূবর্ণার প্রাণ ঝড়ালো সন্ত্রাসীরা। আর কত প্রাণ ঝড়ালে থামবে এ নির্মমতা? তাই সরকারের কাছে দাবী অবিলম্বে সূবর্ণাসহ সকল সাংবাদিক হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করা হোক।