আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে করোনায় প্রথম মৃত্যু

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন) । সে মহিলা । তার নাম রফিজা বেগম। তার বাড়ি গোলাকান্দাইল ইউনিয়নে। বুধবার ঢাকার কুমিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে ইন্তেকাল করেছে। । তার দাফন ঢাকাতে হয়েছে। বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্ত ডা: সাইদ আল মামুন সংবাদচর্চাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রূপগঞ্জে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ১ জন মহিলা মৃত্যুবরণ করেছে।

তিনি আরো বলেন, রূপগঞ্জ উপজেলার নাওড়া এলাকা একটি শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মা একজন ডাক্তারের বাসায় কাজ করে। শনিবার ওই বাসার অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।