আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৪ দিন ধরে চা-বিস্কুট আর মুড়ি খান আয়শা !

সৈয়দ মোহাম্মদ রিফাত, সংবাদচর্চা।
বিকেল ৩টা। দেশের শীর্ষ ধনী জেলা নারায়ণগঞ্জ শহরের চুনকা পাঠাগার মিলনায়তনের সামনে রাস্তার মধ্যে বসে আছেন বৃদ্ধ এক মহিলা। দীর্ঘ সময় লক্ষ্য করার পর বিষয়টি জানতে তার কাছে যায় সংবাদচর্চা’র এ প্রতিবেদক।

জানা গেলো, বৃদ্ধ মহিলাটির নাম আয়শা খানম। নগরীর দেওভোগ এলাকায় ভাড়া বাসা নিয়ে থাকেন তিনি। রাস্তার উপরে কেনো বসে আছেন এমন প্রশ্নের জবাবে আয়শা খানম জানান, ঘরে খাবার নেই। যদি কেউ ত্রাণ দেয় সেই আশায় বসে আছেন তিনি। সারাদিন কিছু খেয়েছেন কিনা জানতে চাইলে কান্না বিজড়িত কণ্ঠে আয়শা খানম বলেন, চলতি সপ্তায় ভাত খাওয়া হয় নাই। গত ৪ দিন ধইরা মুড়ি, বিস্কুট আর চা খাইয়া দিন পার করতাছি। এগুলায় পেট ভরে না। তাই রাস্তায় আইসা বইসা আছি। দেহি কেউ যদি কিছু দেয়। মাইনসে তো কয় শেখ হাসিনা (বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী) নাকি চাউল-ডাউল দিতাছে। কই? আমরা তো কিছু পাইলাম না!

আয়শা খানম আরও বলেন, আমরা দুইজন মানুষ ঘরের মধ্যে থাকি। আমাগো বেশি কিছু লাগে না। দুই কেজি চাউল অইলে তিন দিন চলতে পারি। তাও কেউ দেয় না।

এসএমআর