সংবাদচর্চা রিপোর্ট:
খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সোমবার (৪ মে ) খানপুর হাসপাতাল সহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ক্লোরিন মিশ্রিত পানি ছিটানো হয়। খানপুর হাসপাতালে করোনা ঝুঁকি রয়েছে। সেখানকার চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। নাসিক করোনায় মোকাবেলায় তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর নির্দেশে মেডিকেল টিম গঠন করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ অব্যাহত রয়েছে। তালিকা করে সরকারী খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে নাসিক মেয়র ,কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৫ জন। মৃত দেহ দাফন করছে নাসিক।