সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান । তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪১ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১৫ নারায়ণগঞ্জের। এই রোগে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৪ এবং মারা গেছেন ১৭।
প্রসঙ্গত করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে ৫ জন মারা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় ৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নারায়ণগঞ্জ অঘোষিত লকডাউন করা হয়েছে।