আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হত্যার পরিকল্পনা নিয়েই আমার উপর হামলা – এটিএম কামাল

সংবাদ বিজ্ঞপ্তি

 

২০১২ সালের ১৭ মে বিএনপির ডাকা হরতালের দিন নারায়ণগঞ্জ নগর বিএনপি’র একটি মিছিলে অতর্কিত ভাবে পুলিশের বেধড়ক লাঠিপেটার শিকার হয়েছিলেন বর্তমান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল। এ ঘটনায় এটিএম কামাল গুরতর আহত হয়ে দীর্ঘ দিন নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ১৭ মে ২০২০ সেই ঘটনার ৮ বছর।

 

সেই দিন সকালে হরতালের সমর্থনে শান্তিপূর্ন মিছিল চলাকালে শহরের ডিআইটি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে মিছিলে তৎকালিন সদর থানার দারোগা নূর মোহাম্মদ এটিএম কামালের ওপর বেধড়ক লাঠিপেটা করে। কামালকে পেটাতে পেটাতে একপর্যায়ে সে মিছিলের ব্যানারে পেচিয়ে কামালের পায়ের ওপর পড়ে যায়। এরপর আরো ক্রদ্ধ হয়ে কামালকে দফায় দফায় নির্মম ভাবে প্রহার করে সে।

 

সেদিনের সেই স্মৃতি মনে করে এটিএম কামাল বলেন, হত্যার পরিকল্পনা নিয়েই আমাকে হামলা করেছিল। লাঠি দিয়ে মাথায় একের পর এক আঘাতের পরও আল্লাহর অশেষ রহমতে ঐ দিন আমি প্রানে বেঁচে গিয়েছিলাম। কিন্তু মাথায় ও কানে আঘাতজনিত কারনে চোখ সহ কিছু শারীরিক ক্ষতি আমার সারা জীবনের সঙ্গী হয়ে রইল।

 

তিনি আরো বলেন, মৃত্যুকে কখনো ভয় পাই নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগনের মৌলিক অধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিজের জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। শত নির্যাতন, জেল-জুলুম ও হামলা-মামলার পরও রাজপথ ছাড়িনি। রাত যত আধারই হোক, ভোরের আলো একদিন ফুটবেই।