আজ বৃহস্পতিবার, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হকার বসার দাবিতে রাজপথে নারীরা

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বসার অনুমতি চেয়ে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বরাবর স্মারকলিপি দিয়েছেন মহানগর হকার্স লীগ। সোমবার (২ মার্চ) দুপুরে নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন মেয়র আইভীর পক্ষ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেন।

এর আগে সকাল ১০টায় বঙ্গবন্ধু সড়কে বসার অনুমতি চেয়ে নারায়ণগঞ্জ শহীদ মিনারে সমাবেশ করে হকার্সরা। তারা শহরে মিছিল করেছে। মিছিলে নারীদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। তারা শ্লোগান দেয় ভাত দাও, কাজ দাও নইলে হকার বসতে দাও। পূনবাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর হকার্সলীগের সভাপতি আব্দুর রহিম মুন্সি, সহ-সভাপতি মো. মহসীন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পলাশ, যুগ্ম সম্পাদক মো. সোহেল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মো. রানা প্রমুখ।