প্রায় এক সপ্তাহ ধরে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সংক্রমণ এবং মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে চলাই এর মূল কারণ। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে এবং সচেতনতামূলক কার্যক্রম আরও বেগবান করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
সোমবার ২২শে মার্চ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এর নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা কর হয়।
সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২০টি মামলা করে ৪ হাজার ৩০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় মাস্ক পরিধান করা, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সর্তক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানজুরা মুশাররফ।
জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।