নিজস্ব প্রতিবেদক:
নিখোঁজের ১২ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান না পাওয়ায় নারায়ণগঞ্জের কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ী ভোলানাথ জুয়েলার্স এর মালিক প্রবীর ঘোষের সন্ধান দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে জুয়েলারি মালিক ও স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন।
শনিবার (৩০ জুন) কালির বাজার স্বর্ণপট্টি থেকে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক বিবি রোড দিয়ে চাষাড়া মোড় হয়ে কালির বাজার স্বর্ণপট্টিতে গিয়ে সমাবেশ করে জুয়েলারি মালিক ও স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন। এসময় উপস্থিত ছিলেন জুয়েলারি মালিক সমিতির সভাপতি মোঃ শহিদুল্লা, সহ-সভাপতি মোঃ তুহিন, স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি অরুণ কুমার দত্ত, সহ-সভাপতি মুকুল মজুমদারসহ স্বর্ণ ব্যবসায়ী ও শ্রমিকরা।
এ সময় স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মুকুল মজুমদার বলেন, আজ ১২ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত প্রবীর ঘোষের সন্ধান পেলাম না। ডিসি, এসপি সবার কাছে জানিয়েছি। কিন্তু এখনো তারা প্রবীর ঘোষের কোনো সন্ধান তিনি দিতে পারছেন না। এখানে মালিক শ্রমিক কোনো পার্থক্য নেই। এখানে সবাই সমান। সবাই প্রবীর ঘোষের সন্ধান কেন পাওয়া যাচ্ছে না সে জন্য একত্রিত হয়েছি। মালিক শ্রমিক সবাইকে এক থাকতে হবে। সবাইকে এক নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে। বিশৃংখলা করলে চলবে না। সবাইকে এক হয়ে আমাদের ভাইকে কেন পাওয়া যাচ্ছে না তার জবাব চাইতে হবে।
উল্লেখ্য, গত ১৮ জুন সোমবার রাত সাড়ে ৯টা হতে নিখোঁজ আছেন ভোলানাথ জুয়েলার্স এর মালিক বাবু প্রবীর ঘোষ। প্রবীর ঘোষের স্বজনরা একাধিকবার তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বাজলেও কেউ ফোন ধরেনি। পরবর্তিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে ফোন বন্ধ পওয়ায় নারায়ণগঞ্জ সদর থানায় জিডি করেন প্রবীর ঘোষের বাবা ভোলানাথ ঘোষ।