নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় শ্রমিক উন্নয়ন ওকল্যান বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ পলাশের বিরুদ্ধে যুগান্তরসহ কয়েকটি পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশনার প্রতিবাদ ও সংবাদ প্রত্যাহারসহ ক্ষমা চাওয়ার দাবীতে সৌদিআরব প্রবাসী নারায়ণগঞ্জবাসী বিক্ষোভ সমাবেশ করেছে।
রবিবার (১৫ এপ্রিল) বিকালে সৌদিআরবের রিয়াদের আল মুনসুরিয়ায় এ বিক্ষোভ সামবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রবাসীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউসার আহম্মেদ পলাশকে স্নেহ করেন। সেই কারণেই নারায়ণগঞ্জের একটি পক্ষ পলাশকে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন সংবাদ মাধ্যমে বানোয়াট তথ্য দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করাচ্ছে।
বক্তারা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পলাশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, হাজী মোঃ পারভেজ, হাজী খলিল,
মোঃ বিল্লাল, মোঃ জাহাগীর, মোঃ সামিম, মোঃ বাদল, মোঃ তুষার, মোঃ লিটন, মোঃ আলামিন প্রমুখ।