সংবাদচর্চা রিপোর্ট:
সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। ২০ জুন শনিবার দুপুুুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সিএনজি স্ট্যান্ডে মোস্তফা বাহিনীর সাথে সিরাজুল গ্রুপের সংঘর্ষ হয়। এতে পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিরাজুল হক ভূঁইয়া ও তার ছেলে সুমন ভূঁইয়া গুরুত্বর আহত হয়। তাদেরকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সংঘর্ষের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান। তিনি বলেন , আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।