আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে বালতির পানিতে শিশুর মৃত্যু

সংবাদচর্চা অনলাইনঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বালতির পানিতে ডুবে সঞ্চিতা নামে ২ বছরের এক শিশুর মারা গেছে।  

বুধবার ১৩ই জানুয়ারি দুপুরে সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গনিরমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি গোয়ালদী গনিরমোড় এলাকায় বাসিন্দা রাজমিস্ত্রী রুবেল মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাড়িতে খেলছিল ওই শিশুটি। খেলার এক পর্যায়ে বালতির পানিতে পড়ে যায় শিশুটি।

 মুমূর্ষু অবস্থায় শিশুটিকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহত ওই শিশুর পরিবারের মাঝে শোকের ছায়া নেমেছে।