আজ শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সে ইউরোপ-আমেরিকার ভিসা দেয় !

ইউরোপ ও আমেরিকার ভিসা দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে ১ জন গ্রেফতার করেছে র‌্যাব- ১১।  গত ০৮ মার্চ দিবাগত রাতে  ঢাকার ডেমরা থানাধীন মাতুয়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল হতে আত্মসাতকৃত নগদ ৭,১৯,১৩০/- টাকা, ০৩টি আমেরিকান ১০০ ডলারের নোট, ০৩টি ভারতীয় ১০ রুপির নোট, ০১টি ইন্দোনেশিয়ান ২০০০ রুপিয়া নোট, ০৪টি পাসপোর্ট, ৩০ টি ভূয়া ভিজিটিং কার্ড ও ০৪ টি স্মার্ট ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতের নাম মোঃ রাজন মাহমুদ। তার বাড়ি বন্দর থানাধীন চাঁনপুর এলাকায়। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন। তিনি জানান, আসামি  এসএসসি পাশ না করেও নিজেকে একজন ভিসা মার্কেটিং অফিসার বলে পরিচয় দিয়ে আসছে। এছাড়াও সে আমেরিকান সেন্টারের ভুয়া ভিজিটিং কার্ড ছাপিয়ে আমেরিকান সেন্টারের লোকের ছদ্মবেশ ধারন করে আমেরিকা ও ইউরোপে ভিসা দেয়ার নামে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে। এভাবে দীর্ঘদিন ধরে রাজন নিজেকে আমেরিকান সেন্টারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে আমেরিকা, ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে জনসাধারণের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরী করে বিদেশে লোক পাঠানোর নামে বিভিন্ন ব্যক্তিদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।