সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের গাড়ি চালক (ড্রাইভার) সানোয়ার হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকালে তার দেহে করোনার জীবানু আছে বলে আইইডিসআর থেকে রিপোর্ট এসেছে। বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন এসপি মোহাম্মদ জায়েদুল আলম। তিনি জানান করোনা টেস্টে আমার গাড়ি চালকের ফলাফল পজেটিভ এসেছে। সে হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
জানতে চাইলে এসপি বলেন, আমি সুস্থ আছি। আজ বুধবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, সাইন বোর্ডসহ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে অফিস করেছি।