আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সুগন্ধা বেকারীকে ৪লাখ টাকা জরিমানা

সংবাদচর্চা অনলাইনঃ

মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগে নগরীর বিখ্যাত সুগন্ধা বেকারীকে ৪লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ গলাচিপা এলাকায় তাদের বেকারীতে এনএসআই ও ভোক্তা অধিকার অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময়ে প্রচুর পরিমানে মেয়াদোত্তীর্ণ সেমাই, বিস্টুক এবং বিভিন্ন খাদ্য সামগ্রী জব্দ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সেলিম উজ্জামান জানান, ভেজাল বিরোধী এ অভিযানে সুগন্ধা বেকারীকে অভিযুক্ত করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। কেমিক্যাল দিয়ে খাবার উৎপাদন করা হয়েছে যা মানব শরীলের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং মোড়কের গায়ে লেখা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হতো। নানা কারনে বেকারীটিকে জরিমানা করে সর্তক করা হয়েছে।