সংবাদচর্চা রিপোর্ট:
বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন মন্তু। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি আবদুল হাই রাজু এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা জুয়েল রানা, ডা. মুসা, মিজান ,আরমান, সুমন ভূঁইয়া ,শরিফ, রুবেল, বিল্লাল ,মাইনুল ইসলাম, রজব, মুন্না, জিয়া ,আলিনুর ,শাহজালাল কালু, আক্তারুজ্জামান আক্তার প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মমতাজ উদ্দিন মন্তু বলেন,আগামীতে কেন্দ্রের নির্দেশ মোতাবেক অচিরেই সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের একটি সুন্দর কমিটি গঠন করা হবে।তিনি বলেন, যারা দলকে ভালবেসে বিগত দিনে আন্দোলন-সংগ্রামে মাঠে-ময়দানে থেকে দলকে সক্রিয় রেখেছেন তাদেরকেই কমিটিতে ঠাই দেয়া হবে। কোন মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, নেশাখোর,ভূমিদস্যু, বখাটে যুবকদের যুবদলের কমিটিতে ঠাই হবেনা।
সভা চলাকালীন সময়ে অনুষ্ঠানের সঞ্চালক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম উপস্থিত জনতা ও দলীয় নেতা-কর্মীদের মাঝে জানান, আজকের সভায় থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধানের আসার কথা ছিল, কিন্তু তিনি না এসে উল্টো যুবদলের নেতা-কর্মীদের ফোন করে আজকের সভায় না আসার জন্য অনুরোধ করে বলেন, এই সভায় গেলে গন্ডগোল হতে পারে বলে নেতা-কর্মীদের ভয়-ভীতি প্রদর্শন করেন। এমতাবস্থায় আমি মনে করি জুয়েল প্রধানকে আর দলে থাকার কোনো অধিকার নেই। তিনি জুয়েল প্রধানকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সহ শত শত নেতাকর্মী সহমত প্রকাশ করে এই প্রস্তাবকে স্বাগত জানান।