আজ সোমবার, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে বড় ভাইয়ের পর এবার ছোট ভাইও করোনায় আক্রান্ত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে বড় ভাইয়ের পর এবার ছোট ভাই আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। আজ শনিবার সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ডে দুইজন ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ আসে। তার মধ্যে একজন মামুন (৪৮) আরেকজন জহিরুল ইসলাম।

গত ১১ এপ্রিল কাসেম মোল্লার বড় ছেলে শারজাহান (৬০) নামে এক ব্যক্তির করোনা পজেটিভ পাওয়া যায়। এরপর ১৩ই এপ্রিল ওই রোগির পরীক্ষার জন্য ডাক্টারদের একটি টিম তাদের বাড়িতে আসেন এবং প্রত্যেকের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার সেই নমুনা সংগ্রহের ফল আসে এবং মামুন নামে ওই ব্যক্তি রিপোর্ট পজেটিভ আসে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা সংবাদচর্চাকে জানান, আমার ওয়ার্ডে দুইজন করোনায় আক্রান্ত রোগীর কথা আমি জানতে পেরেছি। তাদের মধ্যে একজন পালিয়ে গেছেন। আমি তার খোঁজ নিচ্ছি। ইতিমধ্যে জানতে পেরেছি পালিয়ে যাওয়া সেই ব্যক্তির দেশের বাড়ি কিশোরগঞ্জে এবং তিনি সেখানেই গিয়েছেন। আমরা তার খোঁজ খবর নিচ্ছি।

এমএইচআর/এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ