সংবাদচর্চা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ দাদন বেপারী (৩৪) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে শিমরাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দু’টি দেশীয় অস্ত্র, ছিনতাইকৃত নগদ ৭ হাজার ২’শ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ছিনতাইয়ের কাজে ব্যবহার করা প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২৩-১৭০৩) জব্দ করা হয়। বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ কামরুল ফারুক । তিনি জানান, আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার আসামির রিমান্ড চেয়ে কোর্টে চালান করে দেয়া হয়েছে।
জানা গেছে শুক্রবার রাতে ফিরোজা বেগম নামে এক নারী বাস থেকে নেমে বাসায় যাচ্ছিল। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহার করা প্রাইভেটকারটি দিয়ে কয়েক জন ছিনতাইকারী ঐ নারীর গলায় চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে পার্স ছিনিয়ে নিয়ে যায়। ঐ নারীর চিৎকারে আশেপাশের লোকজনের সহায়তায় টহল পুলিশ ধাওয়া করে। গ্রেফতারকৃত আসামী দাদন বেপারী মাদারীপুর জেলার কতোয়ালী থানার সাংবলার চর বেপারীপাড়া এলাকার মোঃ হালিম বেপারীর ছেলে।