আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের উন্নয়নের সাফল্যে দুই বছর পার

সাতকানিয়া পৌর মেয়র

সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের উন্নয়নের সাফল্যে দুই বছর পারসাতকানিয়া পৌর মেয়রসাতকানিয়া প্রতিনিধি:
১০ই জুলাই ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় সাতকানিয়া পৌরসভা। নয়টি ওয়ার্ডে ৯ জন পুরুষ কাউন্সিলর এবং ১, ২, ৩ নং ওয়ার্ডে একজন ৪, ৫, ৬ নং ওয়ার্ডে একজন এবং ৭, ৮, ৯ নং ওয়ার্ডে একজন করে মহিলা সংরক্ষিত কাউন্সিলর নিয়ে পৌরসভা গঠিত।

সাতকানিয়া পৌরসভা ৩০ ডিসেম্বর ২০১৫ এর ৩তম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভাবে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয় লাভ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের। বিজয়ের পরবর্তী শপথ নিয়ে সাতকানিয়া পৌরসভায় নানা উন্নয়ন করে যাচ্ছে।

দৈনিক আজকের চট্টগ্রাম পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাতকানিয়া পৌর এলাকা ঘুরে দেখে গেছে, পৌর এলাকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ। সাতকানিয়া পৌরসভার কোর্ট রোডের নির্মাণ কাজ শুভ উদ্বোধন। সামিয়ার পাড়া ১ ও ২ নং গলির রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন।

নির্মাণ, পি-২২/এ.ডি.পি ২০১৫-১৬, এড. জহিরের বাড়ীর গলিতে স্ল্যাব সহ ড্রেন নির্মাণ, আবিদুর নাজিরের বাড়ী ড্রেন নির্মাণ ও আবদুর শুক্কুরের বাড়ীর রাস্তায় ব্রীক সলিং দ্বারা উন্নয়ন। পি-২৩/এ.ডি.পি ২০১৫-১৬, উত্তর ছমদর পাড়া বায়তুশ শরফ সংলগ্ন রাস্তা ব্রীক সলিং দ্বারা উন্নয়ন, পি-২৪/এ.ডি.পি ২০১৫-১৬, ছিটুয়া পাড়া পুরান পুকুরের উত্তর পাড়ে রিটেইনিং ওয়াল নির্মাণ ও হোসেন মেম্বারের বাড়ীর রাস্তা ব্রীক সলিং দ্বারা উন্নয়ন, পি-২৫/এ.ডি.পি ২০১৫-১৬, কবির সওদাগরের বাড়ী রাস্তা ড্রেন নির্মাণ, পি-২৬/এ.ডি.পি ২০১৫-১৬, রূপকানিয়া প্রাইমারী স্কুল হতে থানা ঘাট পর্যন্ত স্ল্যাবসহ ড্রেন নির্মাণ, পি-২৭/এ.ডি.পি ২০১৫-১৬, জামাল সাহেবের বাড়ীর সামনের পুকুরে রিটেইনিং ওয়াল নির্মাণ, পি-২৮/এ.ডি.পি ২০১৫-১৬, দক্ষিণ ভোয়ালিয়া পাড়া ও দানুর মার ঘাট সংযোগ রাস্তা ব্রীক সলিং দ্বারা উন্নয়ন, পি-২৯/এ.ডি.পি ২০১৫-১৬, ইছামতি খালের উত্তর পাড় রাস্তা ও শহীদের বাড়ীর রাস্তা ব্রীক সলিং দ্বারা উন্নয়ন, পি-৩০/এ.ডি.পি ২০১৫-১৬, সেগুন বাগিচা রাস্তা ব্রীক সলিং দ্বারা উন্নয়ন, পি-৩১/এ.ডি.পি ২০১৫-১৬, উজির পাড়া রাস্তা ব্রীক সলিং দ্বারা উন্নয়ন, পি-৩২/এ.ডি.পি ২০১৫-১৬, খলিফা পাড়া রাস্তা ব্রীক সলিং দ্বারা উন্নয়ন, পি-৩৩/এ.ডি.পি ২০১৫-১৬, পৌরসভার বিভিন্ন জায়গায় ০৯টি স্থায়ী ডাষ্টবিন নির্মাণত, পি-৩৪/এ.ডি.পি ২০১৫-১৬, মাইজ পাড়ার রাস্তার ড্রেন নির্মাণ, পি-৩৫/এ.ডি.পি ২০১৫-১৬, ছমদর পাড়া ০৭ নং গলি হইতে ১০ নং গলি পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বে ড্রেন ও স্ল্যাব নির্মাণ। পি-০১/এ.ডি.পি ২০১৬-১৭, সাতকানিয়ার কলেজ রোড সড়ক কর্তৃক আর.সি.সি. উন্নয়ন ৮০০ মিটার, পি-০২/এ.ডি.পি ২০১৫-১৬, ছিটুয়া পাড়া জীবন মার্কেট সড়ক আর.সি.সি উন্নয়ন ৫০০ মিটার, পি-০৩/এ.ডি.পি ২০১৫-১৬, সাতকানিয়া ডলুব্রীজ থেকে খন্দকার পাড়া আর.সি.সি উন্নয়ন ৪০০ মিটার উন্নয়নের কার্যক্রম দেখাগেছে। সাতকানিয়া

পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের দৈনিক আজকের চট্টগ্রামকে বলেন, উন্নয়ন মানে দেশ ও মানুষের সামগ্রিক এগিয়ে যাওয়া। সাতকানিয়া পৌরসভাকে ও এ ধরনের সামগ্রিক উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। জননেত্রী শেখ হাসিনা যে সু সমন্বিত উন্নয়ন করছেন সাতকানিয়া পৌরসভায় তার ছোয়া লেগেছে। সাতকানিয়া পৌরসভার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ প্রতিটা স্থানে উন্নয়নে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

তিনি সাতকানিয়া পৌরসভার প্রতিটা বাসিন্দাকে পৌর এলাকার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান। পৌরসভা আমার নয় পৌরসভা সবার। সাতকানিয়া পৌরসভার যে সমস্ত এলাকায় এখনো উন্নয়ন হয়নি সেগুলো খুব দ্রুত উন্নয়নের আওতায় আসবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং ২০২১ সালের মধ্যে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সকল শ্রেনী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।