আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সদরে অবৈধ করাতকল মালিককে জরিমানা

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ সদর উপজেলার জালকুড়ি, সানারপাড় এলাকায় লাইসেন্স বিহীন অবৈধ করাতকলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৯ অক্টোবর  বৃহস্পতিবার  সকাল সাড়ে ১১টার দিকে  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক’এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগের কর্মকর্তা  আবু মুন্না এবং পুলিশ সদস্যদের সহযোগিতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার জালকুড়ি এলাকার সওদাগর টিম্বার্স ও দরবার টিম্বার্স এবং সানারপাড় এলাকায় মজুমদার টিম্বার্স করাত কলে অভিযান চালায়।
অভিযানে ৩টি করাতকলের মালিক করাত কল পরিচালনার জন্য কোন ধরনের বৈধ লাইসেন্স ও কাগজপত্র দেখাতে পারেননি।এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক “করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২” অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে পৃথক ভাবে মামলা দায়েরের মাধ্যমে এ ৩টি করাত কলের মালিকদের মোট ৩০,০০০/-(ত্রিশহাজার)টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, “করাত কল মালিকদের বৈধ লাইসেন্স ছাড়া করাত কল না চালানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। যে সমস্ত করাত কলের লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে”।