আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সকলেই নৌকা চায়- আনোয়ার হোসেন

মহানগর আওয়ামীলীগ

সকলেই নৌকা চায়

 

নিজস্ব প্রতিবেদক:
মুখে নৌকার সুর বুকে লাঙ্গলের ভালোবাসা এইসব লোকদের আমরা আমাদের সাথে চাই না। দলের নিবেদিত কর্মীদেরকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই। নারায়ণগঞ্জে ৫টি আসনে সবাই নৌকা চায়। আমি, আইভী, শামীম, খোকন সাহা সকলেই নৌকা চায়। কিন্তু তারপরেও নারায়ণগঞ্জের অনেক আসনই নৌকার প্রতিক হতে বঞ্চিত। একমাত্র মনে মনে লাঙ্গলধারীদের জন্য আজ এই অবস্থা। তাই আসুন এবার দলকে গুছানোর জন্য সবার ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে দলকে সুসংগঠিত করি। প্রত্যেকটি ওয়ার্ড থেকে কর্মী সংগ্রহ করি। দলকে সুসংগঠিত করতে আরোও ভালো লোকেরর দরকার। কিন্তু খারাপ লোকদের ভীড়ে এই ভালো লোকগুলো জায়গা পাচ্ছে না। তাই আসুন সবাই মিলে দলে এসব ভালো লোকদের জন্য জায়গা করে দেই। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে কমিটিতে মুখে মুখে নৌকাধারিরা যেন কোনভাবেই ঢুকতে না পারে। চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সৎ ও ভালো সদস্য সংগ্রহ করতে হবে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হই দলকে সুসংগঠিত করে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করি এবং জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করি।
মঙ্গলবার (০৫জুন) বিকেলে ২নং রেলগেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগরের কার্যকরী কমিটির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন একথা বলেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ-সভাপতি রোকন উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা আক্তার মালা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাজী মোঃ আইয়ুব আলী, উপদপ্তর সম্পাদক মোঃ সানোয়ার তালুকদার, কার্যকরী কমিটির সদস্য ও ১৫নং ওয়ার্ড নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুলক কান্তি ঘোষাল প্রমুখ।