আজ সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংসদ সদস্য করোনা আক্রান্ত

সংবাদচর্চা রিপোর্ট:

করোনাভাইরাসে দেশে প্রথম একজন জাতীয় সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। তার নাম শহীদুজ্জামান সরকার। তিনি নওগাঁ-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। সাবেক হুইপ শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

তিনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর সরকারি বাস ভবনে ওঠেন।

ঢাকায় আসার পর তার শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (০১ মে) বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্টে তার করোনা পজেটিভ বলে জানানো হয়। কীভাবে শহীদুজ্জামান সরকারের দেহে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ঘটল, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক শুক্রবার ( ১ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শহীদুজ্জামান সরকারের রিপোর্ট পজিটিভ এসেছে।

৬৫ বছর বয়সী শহীদুজ্জামান সরকার বর্তমানে সংসদ সদস্য ভবনে (ন্যাম ফ্ল্যাট) বরাদ্দ পাওয়া ফ্লাটে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য।

আক্রন্ত শহীদুজ্জামান সরকার গণমাধ্যমকে বলেন,  আমার জন্য দোয়া করবেন।

শহীদুজ্জামান সরকার ডায়াবেটিসেও আক্রান্ত। এদিকে সংসদ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর সচিবালয় থেকে ওই ভবন লকডাউন করার চিন্তা ভাবনা করা হচ্ছে।