সংবাদচর্চা অনলাইনঃ
বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন জানান নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পাশাপাশি তারা সকল করোনা আক্রান্তদের সুস্থ্যতা ও মৃতদের জন্য মাগফেরত কামনা করেন।
মঙ্গলবার(২৩জুন) সকালে নগরীর ২নং রেলগেইটস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও প্রয়াত আওয়ামীলীগ নেতা এবং করনোয় মৃত্যুবরণকারীদের স্মরণে দোয়া করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
দোয়া শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন, “আজকে কোনো বক্তব্য দেয়ার দিন না। সারা বিশ্ব আজকে নাকানিচুবানি খাচ্ছে। করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। তাই আমাদের উচিত আরো সচেতন হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। আজকে আমাদের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত নেতাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।”
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, সহ-সভাপতি আব্দুল কাদির, মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, ইকবাল পারভেজ, আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান ভাসানী, মোঃ জসীমউদ্দিন প্রমুখ।