নবকুমার:
বস্ত্র ও পাট মন্ত্রীর স্ত্রী তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে । শিক্ষার্থী ঝড়ে পড়া হ্রাস পেয়েছে ।যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটেছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সমৃদ্ধির পথে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে ।
গতকাল মঙ্গলবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিন রূপসী এলাকায় সাউথ রূপসী ইন্টার ন্যাশনাল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছিনা গাজী বলেন , যত দিন আওয়ামীলীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তত দিন পথ হারাবে না বাংলাদেশ।
তিনি বলেন, যুব সমাজ কে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। মদক সন্ত্রাসীর স্থান রূপগঞ্জের মাটিতে হবে না।
এছাড়া হাছিনা গাজী বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন তারাব পৌর সভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, তারাব পৌর যুবলীগের সহ-সভাপতি রুহুল আমিন, তারাব পৌরসভা কিন্ডার গার্টেন শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ হানিফ সাউদ, হামিদা মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জামাল আহম্মদ, সাউথ রূপসী ইন্টারন্যাশনাল হাই স্কুলের প্রধান শিক্ষক আফরিন নাহার হেনাসহ প্রমুখ।