আজ বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শুধুই কি মানবতায়

অধ্যাপক মামুন মাহমুদ:

করোনা ভাইরাসের কাছে সমস্ত বিজ্ঞান ও প্রযুক্তি আজ যেন বড়ই অসহায়। ঘুরেফিরে আজ র্সবত্রই মানবতার জয়গান শোনা যাচ্ছে। মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণসম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন। র্দীঘ দুই বছর যাবত জামিন এর জন্য আদালতে এবং আপনাদের কাছে অনেকবার বিএনপি জামিনের আবদেন করেছে। আপনারা বারবারই বলেছেন , “বেগম জিয়ার মুক্তি শুধুমাত্র আদালতের ব্যাপার “। এ ব্যাপারে সরকারের কোন কিছু করার নাই। তাহলে সরকার কি করোনা ভাইরাসের প্রভাবে মানবিক হয়েছে? “আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি হয় নাই” সরকারি দলের এমন দাবির সাথে বিএনপির তৃণমূলের কিছু নেতার্কমীও একমত পোষণ করেন। সকলের প্রতি সন্মান রেখে যে কথাটা বলতে চাই, পৃথিবিীতে কোন গন আন্দোলনই বৃথা যায় না। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, তাঁরা যদি ফ্যাসিবাদী রূপ ধারন করে সেক্ষেত্রে জনগণের মতামত তুচ্ছ বলে তাদের কাছে বিবেচিত হয় এবং তখন সমস্ত রাষ্টযন্ত্রের বিরুদ্ধে আন্দোলন সহজে সফলতা লাভ করে না । শুধুমাত্র বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নয় দশ বছর যাবত চলমান জনগণরে ভোটের অধিকার আদায় করার আন্দোলনেতো বিএনপি সফলতা লাভ করতে পারে নাই,তাই বলে কি বিএনপি কিম্বা জনগন ভোটের অধিকার আদায় করার আন্দোলন থেকে পিছিয়ে গেছে? কখনই নয় । ভোটের অধিকার আদায় করার আন্দোলন করতে গিয়ে কত নেতা-কর্মী শহীদ হয়েছে, হাজার হাজার নেতা কর্মী জেল খেটেছে, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে, অসংখ্য মামলা নিয়ে নেতা কর্মীরা ফেরারি জীবন যাপন করছে,বাড়ি ঘর,ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের শিকার হয়েছে,কিন্তু আন্দোলন থেকে পিছিয়ে যায় নাই। আন্দোলনে এ পর্যায়ে সফলতা না আসলেও জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন অবশ্যই সফল হবে এবং গনতন্ত্র ফিরে আসবে স্বমহিমায়। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে দল ভাঙার চেষ্টা করা হয়েছে। অনেক ভয়ভীতি মামলা হামলা দিয়েও সে চেষ্টা সফল হয়নি।বরং বিএনপির সিনিয়র নেতৃবৃদের দৃঢ়তার কারণে দল আরও ঐক্যবদ্ধ এবং সুসংহত হয়েছে।এখন বেগম জিয়ার মুক্তির কারণে নেতা র্কমীদের মনোবল আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।র্বতমানে করোনা ভাইরাসের প্রভাবে যে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে,বেগম জিয়ার মুক্তি এই সময়ে না হয়ে যদি স্বাভাবিক সময়ে হত ,তাহলে রাস্তায় জনগণের ব্যাপক উপস্থিতি সরকারের জন্য বিব্রতকর হত।এই সময়ে মুক্তি দিতে পেরে সরকার অনেকটা স্বস্তিতে রয়েেছ। এসব থেকে একটা প্রশ্ন করা যায়,খালেদা জিয়ার মুক্তি কোন পথে? শুধুই কি মানবতায়? ( লেখক: সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি)